করোনাভাইরাসের(কভিড-১৯) কারণে দেশে পর্যটন খাতে ৫’হাজার ৭০০’কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের। লোকসান কমাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৮ দফা সুপারিশ পাঠিয়েছে তারা। ট্যুরিজম বোর্ড বলছে, এই খাতে জড়িতদের সঙ্গে আলোচনার পর দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো হয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই পর্যটনশিল্পে মন্দা দেখা দিয়েছে। জানুয়ারির মাঝামাঝি আয় নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। দেশি-বিদেশি পর্যটন বন্ধ থাকায় এরই মধ্যে সংকটে পড়েছেন এই খাতের সঙ্গে সরাসরি জড়িত প্রায় ৩ লাখ মানুষ।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, হোটেল, মোটেল, পার্কসহ পর্যটন খাতের সঙ্গে নানাভাবে জড়িত প্রায় ৪০ লাখ মানুষ। করোনা পরিস্থিতি দীর্ঘ হলে সংকট বাড়ার আশঙ্কা তাদের। তাই পর্যটন ব্যবসায় জড়িতদের জন্য আলাদা প্রণোদনা প্যাকেজের ৮ দফা দাবি জানিয়েছেন তারা।
পর্যটনের লোকসান কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ট্যুরিজম বোর্ড। সেই সঙ্গে পর্যটনের কর্মীদের চাকরি থেকে ছাঁটাই না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। করোনার সময়ে পর্যটন খাতের প্রান্তিক কর্মীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা হয়েছে বলেও দাবি ট্যুরিজম বোর্ডের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ