নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি সমালোচনা করলেও রাষ্ট্রপতির সিদ্ধান্তকেই মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন ড. এমাজউদ্দীন আহমেদ। এ নিয়ে ভিন্নমতের কোনো সুযোগ নেই বলেও মনে করেন বিএনপিপন্থি এই বুদ্ধিজীবী। এদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রহুল কবির রিজভী নতুন সিইসিকে বিতর্কিত মন্তব্য করে অভিযোগ করছেন আরেকটি ৫ জানুয়ারির মতো নির্বাচনের দিকে যাচ্ছে সরকার।
নতুন নির্বাচন কমিশন গঠনের দুদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বিএনপি। তাতে সিইসির পদত্যাগের দাবি না থাকলেও কেএম নুরুল হুদার সমলোচনা করে আসছেন দলটির নেতারা।
শুক্রবার আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ দুই নেতা প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে অভিযোগ করেন কমিশন গঠনের নামে রসিকতা করা হয়েছে। তবে ভিন্নমত বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীন আহমেদের। তিনি বলছেন, নতুন কমিশন নিয়ে বিএনপি যে মন্তব্যই করুক না কেন রাষ্ট্রপতির সিদ্ধান্তকেই চুড়ান্ত বলে মেনে নিতে হবে।
পাশাপাশি নতুন নির্বাচন কমিশনকে সবার আস্থা অর্জনে কাজ করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ