রাজধানীসহ সারাদেশেই বেড়েছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি চার থেকে ছয় টাকা। বিক্রেতারা বলছেন, কম উৎপাদন এবং মিল থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় বাড়ছে দাম। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। তবে স্বাভাবিক রয়েছে সবজির বাজার।
ফের বেড়েছে চালের দাম। দুই সপ্তাহ আগে থেকেই এ ধারা বজায় রয়েছে। কবে নাগাদ কমবে তা বলতে পারছে না কেউই। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়তে চাল কিনতে এসে দাম সাধের মধ্যে না থাকায় হতাশ ক্রেতারা। আবার খুচরা বাজারে রয়েছে দামের হেরফের। বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৮ থেকে ৫২ টাকা, স্বর্ণা ৩৬ থেকে ৩৮ টাকা, নাজিরশাইল ৪৫ থেক ৫০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, মিল মালিকদের কাছ থেকে চালের পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দাম বাড়ছে।
বেড়েছে ব্রয়লার মুরগিসহ দেশি মুরগির দাম। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি প্রতি ১৪০ থেকে ১৫০ টাকায়। হাতিরপুল বাজারে তা বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। তবে মৌসুমের শেষে শীতের সবজির দাম রয়েছে নাগালের মধ্যেই।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ