সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের। রাজধানীর এপিবিএন সদরদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যার তদন্ত ভার র‍্যাবের। তদন্তের তথ্য তারা সরাসরি হাইকোর্টে জমা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্তের সবশেষ তথ্য নেই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগির জমা দেওয়া হবে। এছাড়া, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ ধরণের কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। ওই বাসায় বাবা-মায়ের মৃতদেহের সঙ্গে শুধু তাদের শিশু সন্তান মাহির সরওয়ার মেঘকে পাওয়া গিয়েছিল। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছিল, অপেশাদার খুনিরা ধারাল অস্ত্রের আঘাতে দুজনকে হত্যা করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে