সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে উত্তরার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান নতুন সিইসি। নুরুল হুদা মনে করেন, সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করাই হবে প্রথম চ্যালেঞ্জ।
নতুন সিইসি নুরুল হুদার উত্তরার বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বললেন, সিইসি নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলই তার কাছে সমান। সবাইকে নিয়ে তিনি গ্রহণযোগ্য নির্বাচন চান। এজন্য চান সবার সহযোগিতা। সিইসি বলেন, তিনি হারতে জানেন না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন কবিতা খানম।তিনি জানালেন, দায়িত্ব পালনে বিচারক জীবনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বে ঘোষণা করা হলো ৫ সদস্যের নির্বাচন কমিশন, এদের মধ্যে তিনজনই সাবেক আমলা, একজন সাবেক জজ এবং একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। গত রাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কমিশনারদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এরপরই গেজেট প্রকাশ করা হয়
সিইসি ও নির্বাচন কমিশনার আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ