সুনামগঞ্জ: লে.কর্ণেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)। ২০০৯ সালের এইদিনে ঢাকার পিলখানায় বিডিআর এর দরবার চলাকালে একদল বিপথগামী জওয়ান নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এতে নিহত হন সুনামগঞ্জের কৃতিসন্তান এলাহী মঞ্জুর। এলাহী মঞ্জুর চৌধুরী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের অগ্রজ অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে