জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে সাক্ষীদের জবানবন্দি শুনেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বকশি বাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে বিশেষ আদালতে বিবাদীর আইনজীবীদের তুমুল হট্টগোলের মধ্যে এ শুনানি হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অধিকতর তদন্ত ও আদালতের ওপর অনাস্থার আবেদনও খারিজ করেছেন বিচারক। বেলা সাড়ে এগারোটায় খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় জিয়া অরফানজে ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্যক্রম।

শুরুতেই খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে ৩২ জন সাক্ষির সংক্ষিপ্ত জবানবন্দি শোনানো শুরু হয়। এ সময় আদালতে তুমুল হট্টগোল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিচারক আবু আহমেদ জমাদারের সামনেই বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে আদালেতের ওপর খালেদার অনাস্থার আবেদন করলেও সেটি খারিজ হয়ে যায়। মধাহ্নভোজের বিরতি পর্যন্ত ছিল এমন পরিস্থিতি।

এরপর বিএনপির আইনজীবীদের হৈচৈ উপেক্ষা করেই বিচারক সাক্ষিদের জবানবন্দি খালেদা জিয়াকে পড়ে শোনানো শুরু করেন। খালেদা জিয়া দোষী না কি নির্দোষ- আদালতের এমন প্রশ্নে, আইনজীবীদের সাথে কথা বলে পরে জানানোর কথা বলেন বিএনপি চেয়ারপারসন।
জিয়া অরফানজে ট্রাস্ট মামলায় ফের অধিকতর তদন্তের আবেদনটিও খারিজ করে দেন আদালত।

আগামি ৯ ফেব্রুয়ারি জিয়া চ্যারিট্যাবেল ও জিয়া অরফানজে ট্রাস্ট- দুটি মামলারই শুনানির তারিখ দিয়েছেন আদালত।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে