স্থানীয় সরকার শক্তিশালী করতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-৩ এর আওতায় এ ঋণ দেবে সংস্থাটি।

বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২৪০০ কোটি টাকার ঋণ সহায়তা দেয়া হবে। যা জনগণের চাহিদার ভিত্তিতে অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সক্ষম করে তুলবে। প্রকল্পটি দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদেই বাস্তবায়ন করা হবে।

একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে মেয়াদের প্রথম তিন বছর সব ইউনিয়ন পরিষদে অনুদানের অর্থ দেয়া হবে। পরীক্ষামূলকভাবে ১৬ পৌরসভায় অর্থ সরবরাহ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে