সমকাল পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি ও স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলটকে চিঠি দিয়ে হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। রোববার সকালে প্রেসক্লাব সড়কের রুদ্রবার্তা কার্যালয়ে চিঠিটি পাওয়া যায়। এ ঘটনায় সাংবাদিক পাইলট শরীয়তপুর সদর থানায় সাধারণ ডায়রী করেছেন।
সাংবাদিক পাইলট বলেন, রোববার সকালে তিনি তার কার্যালয়ে গেলে কক্ষের মেঝেতে একটি চিঠি পরে থাকতে দেখেন। চিঠিতে লেখা ছিল তুমি সরকারের ও প্রশাসনের পক্ষে লেখালেখি কর, সরকার ও প্রশাসন তোমাকে বাঁচাতে পারবে না। সাগর রুনি, সমকালের সাংবাদিক গৌতম, নৈনিক রানার পত্রিকার সম্পাদকের কি পরিনতি হয়েছে তা ভুলে গেছস? সমকাল ও রুদ্রবার্তা তোকে বাঁচাইব? তুই থাকবিনা তোর মিডিয়া থকব কই।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, সাংবাদিক পাইলটকে হুমকি দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা একটি চিঠি দিয়েছে। এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।