শুধু যানজটের কারণেই রাজধানীতে দৈনিক নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা। এতে বছরে আর্থিক ক্ষতির পরিমান হচ্ছে ৩৭ হাজার কোটি টাকার। রোববার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক সেমিনারের গবেষণায় এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনাবিদরা। আর যানজট কমাতে রাজধানীর ওপর অফিস ও আদালতের চাপ কমানোর পক্ষে মত দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জনকল্যাণে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এখনো অনেক ঘাটতি রয়েছে। তাই সমন্বিত পরিকল্পনা উল্লেখযোগ্য ভাবে দৃশ্যমান নয়। আর এসব থেকেই রাজধানীতে মানুষের চাপ কমাতে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং প্রশাসনের বিকেন্দ্রিয়করণ করতে হবে।এ সময় সেমিনারে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের সঙ্গে যাত্রী সেবার মান বাড়ানোরও তাগিদ দেন নগর পরিকল্পনাবিদরা।

রাজধানীতে তীব্র যানজট। তারা বলছেন, আগামীতে টেকসই সুফল পেতে গণপরিবহনে শৃঙ্খলার পাশাপাশি দরকার নগর ব্যবস্থাপনার উন্নয়ন। তাহলেই জনকল্যাণের পথে এগিয়ে আমাদের রাজধানী।

বর্তমানে মেট্রো রেলের কাজসহ সড়ক সংস্কারের ফলে রাজধানীতে নগরবাসীদের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। তাই রাজপথের যানজট নিরসনে বেশিরভাগ পরিকল্পনাই স্বল্পমেয়াদী। দীর্ঘ এক যুগ আগেও রাজধানীতে যানবাহনের গতি ছিলো গড়ে ২১ কিলোমিটার। বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৫ কিলোমিটারে। অর্থাৎ এক যুগে যানবাহনে গতি কমেছে ১৬ কিলোমিটার। এতে প্রতিনিয়ত অপচয় হচ্ছে সাধারণ মানুষের মূল্যবান সময় বা কর্মঘণ্টা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























