জাতিসংঘের চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।বিকেলে বগুড়ায় এক অনুষ্ঠানে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  বিদেশিদের কথায় চলার মতো অবস্থায় নেই দেশ।

আর আওয়ামী লীগের সিনিয়র নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন, নবগঠিত সার্চ কমিটিকে পরামর্শ দেয়া যেতে পারে। দলের আরেক নেতা খালিদ মাহমুদ চৌধুরীর মতে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো নাক গলানোর সুযোগ নেই।দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তখন তার দূতিয়ালীর ফলাফল শূন্য হলেও হাল ছাড়েনি সংস্থাটি।এবার নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছে তারা। যা নিয়ে ফের উত্তপ্ত রাজনীতির মাঠ। জাতিসংঘের এই চিঠি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বগুড়ায় এক সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কথায় চলার মতো মেরুদণ্ডহীন নয় বাংলাদেশ।

দলের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, ভুল জায়গায় কড়া নাড়ছেন বিদেশিরা। দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর মতে, রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারেন যে কেউ। তবে দেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত হবে সংবিধান অনুযায়ী। অনুসন্ধান কমিটির ফলাফল কী হয়-তা দেখার জন্য সবাইকে ধৈর্য্য ধরার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে