গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রসহ একই ধরনের নীতি বাস্তবায়নে বাংলাদেশ ভারত এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারায় হাইকমিশনের মিলনায়তনে ভারতের ৬৮ তম প্রজাতন্ত্র দিবস উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এর আগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির পতাকা উত্তোলন করা হয়। বেজে উঠে দেশটির জাতীয় সঙ্গীত।
অনুষ্ঠানে অংশ নেন, ভারতীয় হাই কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকরা। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর বাণি পড়ে শোনান হর্ষ বর্ধন শ্রিংলা। পরে তিনি সংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর দেরি হচ্ছে না, শুধু সময় চূড়ান্ত হয় নি।
আন্তর্জাতিক ডেস্ক, বিডি টাইমস নিউজ ।