শেষ সপ্তাহে এসে পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর। ক্রেতা দর্শনার্থীদের পদচারনায় জমজমাট মেলা প্রাঙ্গণ।

রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত, ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুটের এ মেলায় দেশি বিদেশি বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে, কেউ কেউ প্রত্যাশানুযায়ী লাভ না হওয়ার কথা বললেও অনেকেই বলছেন বিক্রি প্রত্যাশা ছাড়িয়েছে। মেলার পরিবেশ আর নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতা আর দর্শনার্থীরা। দেশীয় স্টলগুলোতে ভিড় বেশী লক্ষ্য করা গেছে।

এছাড়া, বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল বিনোদন-পিয়াসীদের উপচে পড়া ভিড়। মাসব্যাপী আয়োজিত এ মেলার পর্দা নামবে ৩১ জানুয়ারি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে