রাজধানীর মহাখালীর গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে অন্তত আড়াইশ’ ঘর ভস্মিভূত হয়েছে। এতে নারী-শিশুসহ বস্তির দেড় থেকে দুই হাজারের বেশি মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোডাউন বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তা। আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী বাইদা বস্তিতেও।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়ায় পরে তাদের সাথে একে একে যোগ দেয় আরো ১৪টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে