মজুরি কমিশনের সবশেষ সুপারিশ বাস্তবায়নসহ ১১ দফা দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দিনের মত আমরণ অনশন কর্মসূচি পালন করছে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা।আজ (সোমবার) দাবি আদায়ে নিজ নিজ মিলগেটের সামনে অবস্থান নিয়েছেন খুলনার শ্রমিকরা। এদিকে বারবার আশ্বাস দেয়ার পরও বাস্তবায়ন না হওয়ায় অনশন অব্যাহত রেখেছে রাজশাহী, চট্টগ্রাম আর নরসিংদীর শ্রমিকরা।
দ্বিতীয় দিনের মত আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক ইউনিয়ন সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচী পালন করছেন শ্রমিকরা।একই দাবিতে খুলনা-যশোর অঞ্চলের খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় ৯ রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে বিক্ষোভ ও অনশন কর্মসূচী পালন করছে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী।এর আগে দাবি বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে শুরু করা আমরণ অনশন ১৪ ডিসেম্বর স্থগিত করেন।
শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা তিন দফায় কর্মসূচি স্থগিত করেন তারা। দাবি পূরণে শ্রমিকরা গত ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। গতকার দুপুর দুইটা থেকে দ্বিতীয় দফায় অনশনে বসেন পাটকল শ্রমিকরা।
তথ্যঃ বৈশাখী




























