মিরপুরের কালশী বস্তির আগুনে নিঃস্ব কয়েকহাজার মানুষ। গরীব এই মানুষরা নিজেদের সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা। শীতের তীব্রতা তাদের কষ্ট বাড়িয়েছে বহুগুণ।

প্রায় ২০ বছরে ধরে মিরপুরের কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে বাস করেন মাজেদা বেগম। ১ ঘণ্টার আগুনে পুড়ে গেছে সব। সব হারিয়ে এখন নিঃস্ব তিনি। মাজেদা বেগমের মতো আরও প্রায় ৩০০ পরিবার নিঃস্ব হয়েছে এই আগুনে।এই বস্তিতে ছিল বেশ কয়েকটি ভাঙারির দোকান। দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। পোড়া অংশ থেকে যদি কিছু পাওয়া যায় তারই চেষ্টা করছেন সব হারানো মানুষগুলো।

রাত প্রায় ১২টা ৫০ মিনিটে আগুন লাগে। ভাঙ্গারি দোকানের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা না ঘটেনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে