ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। একই কারণে বন্ধ রয়েছে শরীয়তপুর- চাঁদপুর নৌরুটের ফেরি চলাচলও।

দৌলতদিয়া রুটে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। গতরাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি পারের অপেক্ষায় শত শত যানবাহন। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে ৭ কিলোমিটার যানজট।

আর ফেরি চলাচল বন্ধ থাকায় শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের বিআইডব্লিউটিসি জানায়, রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি চলাচল শুরু হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে