ধারণ ক্ষমতার তিনগুণের বেশি বন্দি রয়েছে নারায়ণগঞ্জ জেলা কারাগারে। ফলে নানা দুর্ভোগ পোহাচ্ছেন জেলা কারাগারের বন্দিরা। এদিকে, কারাগার সম্প্রসারণে ছয়তলা দু’টি ভবন নির্মাণে টেন্ডার হলেও কাজ শুরু করছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। জেল সুপার জানালেন, নতুন ভবন হলে আর সমস্যা থাকবে না।
১৯৯৮সালে দু’শ বন্দির ধারণ ক্ষমতা নিয়ে ১২ একর জমির উপর নির্মিত হয় নারায়নগঞ্জ জেলা কারাগার। পরে টিনসেড ঘর নির্মাণ করে আরো একশ’ বন্দির থাকার জায়গা করা হয়। কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি, এখন ধারণ ক্ষমতার তিনগুণেরও বেশি বন্দি রয়েছে।কারাগারে বন্দির সংখ্যা বেশি হওয়ায় খাবার, পানি, ঘুমানোর জায়গাসহ নানা সমস্যায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় তাদের। এছাড়া, সাক্ষাৎপ্রার্থী এলে ভিড় বেড়ে যায়। পরিবারের লোকজন কেউ কারো কথা শুনতে বা বুঝতে পারে না।
এদিকে, কারাগার সম্প্রসারণের জন্য ছয়তলা দু’টি নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। এটি নির্মাণ হলে সমস্যা থাকবে না বলে জানিয়েছেন জেল সুপার সুভাষ কুমার ঘোষ।জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন জানিয়েছেন, ভবন দু’টি যাতে দ্রুত নির্মাণ হয় তার ব্যবস্থা নেয়া হবে।এদিকে, কারাগার সম্প্রসারণের জন্য এক একর জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন এবং আরো দুই একর জমি প্রস্ত প্রোবনাধীন রয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























