ঢাকার কেরাণীগঞ্জের হরিতলায় প্রাইমেক্স পেট প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ শ্রমিক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দশ জনে। এছাড়া, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন দগ্ধ আরো ২৩ জন। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্যোগ প্রতিমন্ত্রী বলছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হচ্ছে।
বুধবার বিকেলে প্রাইমেক্সের কারখানায় পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে লাগে আগুন। ঘটনাস্থলেই মারা যায় একজন।দগ্ধদের উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সময়ের সাথে বাড়তে থাকে মৃতের সংখ্যা।চিকিৎসকরা জানান, সবার অবস্থাই আশঙ্কাজনক। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দগ্ধদের চিকিৎসা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। পরে তিনি জানান, চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন তা সরকার বহন করবে।ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।দগ্ধদের চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























