জঙ্গি নির্মূলে সকল পর্যায়ে সকল শ্রেণী পেশার নাগরিকদের অংশগ্রহণ জরুরী-র‌্যাব মহাপরিচালক জঙ্গি বিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অদ্য ২৬ জুলাই ২০১৬ তারিখ ১১:৩০ ঘটিকার সময় গুলশান-২, ঢাকায় র‌্যাব মহাপরিচালক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হলি আর্টিজান বেকারীতে যে ঘটনাটি ঘটেছে তারপর থেকে সকল আইন-শৃংখলা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করে আসছে এবং এই অভিযানে শুধুমাত্র আইন-শৃংখলা বাহিনী নয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জঙ্গি নির্মূলে সকল পর্যায়ে সকল শ্রেণী পেশার নাগরিকদের অংশগ্রহণ জরুরী। সে কারণে আপনার জানেন যে, দীর্ঘদিন জঙ্গিবাদ বিরোধী আমাদের এই তৎপরতা অভিযান কার্যক্রম ও অপারেশন সেই সঙ্গে কিন্তু আমরা নাগরিকদের সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যত বেশি নাগরিকগণ এবং সকল পর্যায়ের সম্মানিত শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হবে তত দ্রুত কিন্তু আমরা এইটা নির্মূল করতে সক্ষম হবো।

তিনি আরো বলেন, আমরা আজকে থেকে সারা বাংলাদেশের ১৪টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা এই প্রচারণামূলক অভিযান পরিচালনা করা হবে। নাগরিকদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন পোস্টার ও স্টিকার বিতরণ করবো যেগুলোতে মূলত আমাদের দেশের সকল মানুষকে এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো এবং উদ্ভুদ্ধ করবো। তিনি জানান জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তাই জঙ্গি নির্মূলে সকল পর্যায়ে সকল শ্রেণী পেশার নাগরিকদের অংশগ্রহণ জরুরী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস, পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া উইং, অধিনায়ক
র‌্যাব-১ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে