কোনভাবেই নিয়ম নীতিতে আনা যাচ্ছে না রাইড শেয়ারিং সেবা। সরকারের পক্ষ থেকে রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা প্রণয়ন করা হলে বাস্তবে কার্যকারিতা চোখে পড়ছে না। এতে দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে মোটরসাইকেল চালকরা।

যাত্রীদের অভিযোগ, অনেক চালকই চেনেন না রাস্তা। ফলে হয়রানির শিকার ছাড়াও প্রায়শই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এছাড়াও অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনা। নীতিমালায় মোটরযানের চালক ও রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণের কথা বলা হয়। কিন্তু এখনও তার বাস্তবায়ন দেখা যায়নি।

এছাড়া রাইড শেয়ারিং-এর জন্য প্রতিষ্ঠান ও চালকের মধ্যে চুক্তিপত্র করার কথা থাকলেও তার বাস্তবায়ন নেই। এছাড়াও অ্যাপ্সের বাইরেও চলছে রাইড শেয়ারিং।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে