রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে জাতিসংঘের আপত্তি নেই বলে জানালেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সকালে রাজধানীর হেয়ার রোডে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, এ মাসেই সংস্থার প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শন করবেন এরপরই রোহিঙ্গাদের পাঠানো হবে।

এছাড়াও আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে বিচার কার্যক্রমে বাংলাদেশ সব সহযোগিতা দেবে বলেও জানান তিনি।কক্সবাজারে আশ্রয়শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের তালিকা তৈরির কাজ চলছে। নভেম্বরে তাদের পাঠানোর কথা থাকলেও আটকে আছে দাতা সংস্থার অনীহার কারণে।পররাষ্ট্র সচিব শহীদুল হক জানালেন, এখন আর কোন বাধা নেই। জাতিসংঘের প্রতিনিধি ভাসানচর পরিদর্শন করে গ্রিন সিগনাল দিলেই রোহিঙ্গাদের সেখানে পাঠানো হবে।সচিবের কাছে প্রশ্ন ছিল, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার কার্যক্রম প্রসঙ্গে। তিনি জানান, যেহেতু রোহিঙ্গা গণহত্যার মামলাটি করেছে গাম্বিয়া তাই শুনানিতে তাদের প্রতিনিধিরাই অংশ নেবেন। তবে বাংলাদেশ পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতেও মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে। পররাষ্ট্র সচিব জানান, এসব মামলায় বিচার কাজে সহযোগিতা করতে দেশ-বিদেশের আইনবিদদের পরামর্শ নিচ্ছে বাংলাদেশ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে