জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি ও ট্যাংকলরির ভাড়া বাড়নোসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের ২৬ জেলার তেলের পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

আজ (রোববার) ভোর ছয়টা থেকে এ ধর্মঘট পালন করছে মালিক ও শ্রমিকরা। তিন বিভাগের ডিপোগুলো থেকে সকালে জ্বালানি তেল নিয়ে ছাড়েনি কোন ট্যাংকলরি। এর আগে বগুড়া প্রেসক্লাবে সম্মেলন করে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের ১৫ দফা দাবি মেনে নেয়ার জন্য ৩০’শে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। দাবি না মানা হলে পহেলা ডিসেম্বর থেকে তিন বিভাগের ডিপোসমূহ থেকে জ¦ালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে