বিজয়ের মাস ডিসেম্বর। যে বিজয়ের স্বপ্ন বাঙ্গালীকে দেখিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আসছে মার্চে।  এবার এক বিশেষ সময়ের মুখে এসেছে ২০২০ সাল।

স্বাধীনতার জন্য তাঁর দীর্ঘ ত্যাগী সংগ্রাম একাত্তরে খুঁজে পায় কাংখিত ঠিকানা। বঙ্গবন্ধুর নামেই জীবন উৎসর্গ করে স্বাধীনতা ছিনিয়ে আনতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এই ভুখন্ডের মানুষ একাত্তরের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কী করে বাঙ্গালির স্বাধীনতার ঠিকানা, মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু? যাদুর ছোঁয়ায় কোন স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন তিনি মানুষের হৃদয়ে? বিজয়ের পথ তৈরি করা সেই মহানেতার অবদানগুলোকে ঘিরে ইতিহাসের কিছু স্বাক্ষীর সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিক আয়োজন।

শৈশব থেকেই বঙ্গবন্ধুর মধ্যে নেতৃত্বের গুণ ছিল দৃশ্যমান। গোপালগঞ্জ সফরে কিশোর মুজিবকে সেভাবেই আবিস্কার করেছিলেন সেসময়ের নেতারা, যা স্মৃতি থেকে জানালেন সময়ের স্বাক্ষীরা। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, সাহস, ত্যাগ, মানুষের প্রতি নি:স্বার্থ ভালবাসা, ঝুঁকি নেয়া ও লক্ষ্যে অবিচল থাকা, শেখ মুজিবের প্রতি মানুষের ভরসার জায়গা তৈরী করে। মহীরুহ নেতাদের ভীড়ে তিনিই ভেবেছিলেন পাকিস্তানের শাসন-শোষণ থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করার কথা।

সহযাত্রীদের পর্যবেক্ষণ, সবাইকে ঐক্যবদ্ধ করে রাজনীতি করার প্রবণতা দেখেছেন বঙ্গবন্ধুর ভেতর। তাই দলের নয়, জাতির নেতা হয়ে উঠছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে