মন্ত্রী পরিষদের সদস্যদের ওপর হামলা জঙ্গি হামলার আশংকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর খুদে বার্তা পেয়ে আগের তুলনায় সতর্ক হয়েছেন মন্ত্রীরা। বর্তমান পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী আনিসুল হক। আত্মরক্ষায় দেহরক্ষীকে সাবধান থাকার নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তবে আতংকিত নয় বলেও জানান তারা। সাংবাদিকদের আলাদাভাবে এসব কথা জানান দুই মন্ত্রী।
চলতি মাসের শুরুতে গুলশানের হলি আর্টিজান এবং শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলার পর, রাজধানীর কূটনৈতিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মন্ত্রীদের সতর্কবার্তা পাঠিয়ে নানা উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়া হয়। বর্তমান পরিস্থিতিতে জঙ্গি হামলা ও নিরাপত্তার বিষয়টিকে হালকা করে না দেখে সাবধান থাকা উচিত বলে জানালেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, ১ জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। এই ঘটনার থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।’
‘যখনই যে তথ্যাদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসারে সে সব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন আছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপির পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন, যে তাদের কাছে ‘এই সংবাদ’ আছে। সেই সংবাদ অনুসারে আমরা যেন একটু সাবধান হই।’
এদিকে, এ বিষয়ে সতর্কবার্তা পাওয়ার পর ইতোমধ্যে নিজের নিরাপত্তারক্ষীদের সতর্ক করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
কেবলমাত্র মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিই নয়, গুলশানে জঙ্গি হামলার পর দেশের সবারই সতর্ক থাকা উচিত বলে মনে করেন বিমানমন্ত্রী।