নির্ধারিত সময়ের মধ্যে সাভারে ট্যানারি শিল্পের ১৫৪ কারখানা স্থানান্তর না করা পর্যন্ত প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে, জরিমানার অর্ধেক টাকা রাষ্ট্রীয় কোষাগার এবং বাকি টাকা লিভার ফাউন্ডেশনে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সকালে, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, পরিবেশের ক্ষতি হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী ট্যানারি স্থানান্তর না করায় ১৫৪ কারখানাকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এ রায় স্থগিত চেয়ে ট্যানারি কারখানা মালিকদের সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ১৭ জুলাই পর্যন্ত জরিমানার রায় স্থগিত করেছিল। জরিমানা দিতে হলে ৯৫ শতাংশ কারখানাই বন্ধ হয়ে যাবে। এদিকে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন জানিয়েছে জরিমানা দিতে হলে ৯৫ শতাংশ কারখানাই বন্ধ হয়ে যাবে।

আদালতের আদেশের পর সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্যানারি কারখানা সাভারে স্থানান্তরের জন্য মালিকরা প্রস্তুত থাকলেও এখনও পুরোপুরি তৈরি হয়নি সাভারের চামড়া শিল্পনগরী। অবকাঠামো বিশেষ করে সিইটিপি প্রস্তুত না হওয়ায় কারখানা স্থানান্তর সম্ভব হচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে