ওয়ার্ল্ড কাস্টমস এর নির্দেশনায় বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩৩টি দেশে একযোগে শুরু হয়েছে জঙ্গি বিরোধী বিশেষ অভিযান ‘আইরিন’। সোমবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগের নেতৃত্বে চট্টগ্রাম বন্দরে এ অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির তিনটি ইউনিট ডগ স্কোয়াডের মাধ্যমে বন্দরের ভেতরে আমদানি করা পণ্যের কার্টন পরীক্ষা করে।

নাশকতা রোধে বন্দর ব্যবহার করে পণ্যের আড়ালে সন্ত্রাসীরা যেনো অস্ত্র, মাদক ও বিস্ফোরক আমদানি করতে না পারে এজন্যই এ অভিযান চালানো হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জঙ্গি বিরোধী এ অভিযান আগামীকাল শেষ হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে