নতুন সড়ক আইন সংস্কারসহ ৯ দফা দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে সারা দেশে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। বিভিন্ন জেলায় সবজিসহ পচনশীল পণ্য পচে ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রামে বুধবার সকাল থেকেই কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। নগরীর বিভিন্ন সড়ক এবং টার্মিনালে দাড়িয়ে ছিল পণ্যবাহী যানবাহন। বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস হলেও তা পরিবহন বন্ধ থাকায় আমদানি রপ্তানি ব্যাঘাতের আশঙ্কা বন্দর সংশ্লিষ্টদের।নতুন সড়ক আইন সংস্কারসহ ৯ দফা দাবি জানান বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।পণ্য পরিবহন ধর্মঘটে কার্যত অচল বেনাপোল, হিলি ও ভোমরা স্থলবন্দর। মঙ্গলবার পর্যন্ত দ্বিগুণ খরচে পচনশীল পণ্য পরিবহন হলেও বুধবার সকাল থেকে তাও বন্ধ রয়েছে। ফলে, পণ্য পচে ব্যাপক ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।
সিলেটের বড় পাইকারী বাজারগুলো থেকে ছেড়ে যায়নি কোন পন্যবাহী ট্রাক। এদিকে মেহেরপুর ও যশোরে শীতকালীন সবজির ভরা মৌসুমে পণ্য পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন সবজি চাষিরা। ধর্মঘট অব্যাহত থাকলে চরম আর্থিক ক্ষতির শিকার হবে কৃষক ও ব্যবসায়ীরা।এদিকে নাটোর, বরিশাল, লালমনিরহাট ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় একই চিত্র। বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে পন্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























