পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর দূরপাল্লার যাত্রীরা। সকালে অনেকে টার্মিনাল, বাসস্ট্যান্ড ও কাউন্টারে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে বাস না পেয়ে ফিরে গেছেন।
পণ্য পরিবহনেও দুর্ভোগের কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, নতুন সড়ক আইন কার্যকরের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি আজ স্বাভাবিক। লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজ থাকার কথা জানিয়েছেন বেশিরভাগ গাড়ি চালক।তবে নতুন আইন কার্যকর হলেও রাজধানীর বিভিন্ন বাস স্টপেজ ও স্কুল-কলেজের সামনে পর্যাপ্ত ফুটপাথ ও ফুটওভারব্রিজ না থাকায় ক্ষোভ জানিয়েছেন পথচারীরা।
এর আগে নতুন আইন কার্যকরের প্রথম দিনে সোমবার রাজধানীতে পরিবহন সংকট দেখা দেয়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























