শুধু অসাবধানতার কারণেই গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটছে। দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ। শুধু ব্যক্তির অসাবধানতা নয় সরকারি সংস্থাগুলোর অপরিকল্পিত খোঁড়াখুড়িও এর জন্য দায়ী। ফায়ার সার্ভিস বলছে গত তিন বছরে এরকম বিস্ফোরণে নিহত হয়েছে ১১২ জন। আহত হয়েছে প্রায় দুই হাজার।
গত ১১ জুন উত্তর জুরাইনের পাইপ রাস্তার মোড়ে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ হয়। নিহত হয় এক শিশু, আহত হয় তিন জন।পাঁচমাস পরও বদলায়নি পরিস্থিতি। এখনও এ এলাকার রাস্তার নিচ থেকে গ্যাস বের হয়।সোমবারও পাশের মীরহাজীবাগে দুর্ঘটনা ঘটেছে। স্যুয়ারেজের ভেতরের গ্যাস লাইন থেকে আগুন ধরে যায়। যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের পর থেকেই এখানে গ্যাস বের হচ্ছে।
লাইনে লিকেজের কারণে অবিরত গ্যাস বেরুচ্ছে মিরপুর, খিলগাঁও ও যাত্রাবাড়ীসহ রাজধানীর অনেক এলাকায়। গ্যাস লাইনে ত্রুটির কারণে রাজধানীতে গত তিন বছরে দুর্ঘটনা ঘটেছে পাঁচশতাধিক। গ্যাস থেকে আগুনের ঘটনা অন্তত দুই হাজার।তিতাসের কর্মকর্তা জানিয়েছেন, নতুন পাইপ বসানোর কাজ শিগগিরই শুরু হবে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























