মেহেরপুর প্রতিনিধিঃ সড়ক ও পরিবহন চলাচলের নতুন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন ও চালককেরা। গত ১লা নভেম্বর থেকে চালু হওয়া সরকারের নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘট পালন করছে মটর শ্রমিককেরা। এদিকে হঠাৎ করে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তীর মধ্যে পড়েছে তারা। প্রয়োজনের তাগিদে অনেকে অবৈধ যান আলগামন, ইজিবাইক সহ বিভিন্ন পথে তারা তাদের গন্তব্যে রওনা দিয়েচ্ছেন। সকালে সাধারণ যাত্রীরা টার্মিনালগুলোতে এসে বাস না পেয়ে বিভিন্ন অবৈধ যানবাহন ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে তাদের গন্তব্য স্থানে যাচ্ছেন।

মেহেরপুরের কয়েকজন বাস চালক জানান, এই আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন ও বাস চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি। সকালে দিকে কয়েকটি ঢাকার উদ্দেশ্যে পরিবহন ছেড়ে গেলেও কাল থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখবেন বলে শ্রমিকরা জানান। শ্রমিকদের দাবি নতুন আইনের সংশোধন ও তাদের নিরাপত্তা নিশ্চিত হলে আবার স্বাভাবিক গাড়ি চালাবেন।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বর্তমানে নতুন যে আইন তৈরি হয়েছে সেই আইনে আমাদের চালকরা আর গাড়ি চালাতে চাইছেন না।

চালকরা তাদের মালিকদের কাছে গাড়ির চাবি জমা দিয়েছে। নতুন আইনে দুর্ঘটনার কারণে একজন চালকের ৫ লাখ টাকা জরিমানা হওয়াতে প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে মেহেরুুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর -কুষ্টিয়া ও মুজিবনগর সহ সকল আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে বলে জানিয়েছে মটর শ্রমিক ইউনিয়ন।

মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে