সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন ৮৬ জন শ্রমিক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন। ফিরে আসা শ্রমিকরা বলছেন, সৌদি আরবে বেশ কিছু দিন ধরে ধর পাকড়ের শিকার হচ্ছেন তারা। সেই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ কাগজধারী শ্রমিকরাও।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দুই নম্বর টার্মিনাল দিয়ে একে একে বের হয়ে আসছেন সৌদি ফেরত ৮৬ জন বাংলাদেশী শ্রমিক। একটু খেয়ে পরে স্বচ্ছলভাবে বাঁচার আশায় যে মানুষগুলো প্রিয়মানুষদের ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। ভাগ্যের নির্মমতায় সে মানুষগুলোকে নিঃস্ব হয়ে ফেরত আসতে হলো। দেশটিতে বেশ কিছু দিন ধর পাকড়ের শিকার হচ্ছেন প্রবাসী শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ কাগজধারীও। এমনটা বলছেন ফেরত আসা শ্রমিকরা। এছাড়াও শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন অনেক শ্রমিক। কারো কারো শরীরে দেখা গেছে বিভিন্ন আঘাতের চিহ্ন।
ব্রাক ইনফরমেশন মাইগ্রেশন বিভাগের কর্মকর্তা আল আমিন নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, চলতি বছরে সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন ২০,০০০ হাজার শ্রমিক। যার মধ্যে নারী শ্রমিক ছিল ১২০০ জন। এসময় ব্রাকের এ কর্মকর্তা বলেন, অসাধু দালালদের প্রতারণার ফাঁদে পড়ে এসব শ্রমিকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ