সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন, মিল মালিককদের কারণেই দাম বেড়েছে। তাদের অভিযোগ, চালের বাজার নিয়ে সিন্ডিকেট করছেন মিলমালিকরা।

রাজধানীর কারওয়ান বাজার। চাল কিনতে এসে দাম বেশি দেখে ক্রেতাদের দর কষাকষি। ক্রেতারা বলছেন, মিনিকেট ৫০ কেজি ২৩’শ থেকে ২৪’শ টাকায় বিক্রি করছে, যা আগের চেয়ে অনেক বেশি।হঠাৎ করেই চালের বাড়তি দামের মুখে পড়েছেন তারা। পাইকারি বাজারের বিক্রেতারা বলছেন, চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে তাদের। তাই বিক্রিতেও দর বেশি।

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট চালের মোকামেও একই চিত্র। বিক্রেতাদের অভিযোগ, মিল মালিকদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে চাল।এছাড়া চালের অর্ডার দিলেও দুই একদিন দেরি করে দিচ্ছে আগে যেখানে অর্ডার দেয়ার প্রতিদিনের চাল প্রতিদিনই দিয়ে দিত।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে