ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন দেশের দক্ষিণাঞ্চলের ৯ জেলার ৩০ লাখ গ্রাহক। সঞ্চালন ও বিতরণ কোম্পানি সূত্রে এতথ্য জানা গেছে। তারা বলছে, আজকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বেশিরভাগ এলাকায়। পুরোদমে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহে আরও দুই থেকে তিন দিন লাগবে বলেও জানান তারা।শনিবার রাত ৯টার পর থেকে ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের ৯ জেলার ৮০ লাখ গ্রাহক। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে ৯৫ হাজার কিলোমিটার লাইনে। এগুলোর মধ্যে রোববার দুপুর নাগাদ শহরাঞ্চলে বিদ্যুৎ ফিরে এলেও উপশহর ও গ্রামাঞ্চলের অনেক এলাকা প্রায় দুই দিন ধরে বিদ্যুৎহীন।
খুলনা বিভাগের শহরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, তাদের ৯০ ভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌছে দিতে পেরেছেন তারা। সোমবার রাতের মধ্যে শহরের সব জায়গায় সরবরাহ শুরু হবে বিদ্যুৎ।
শহরের অবস্থা ভালো হলেও বিদ্যুতের অভাবে দুর্ভোগ বেশি গ্রামাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ বোর্ডের এক পরিচালক জানান, তাদের ৭০ লাখ গ্রাহকের মধ্যে এখনও বিদ্যুৎহীন রয়েছে ২৯ লাখ গ্রাহক।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জানান, সোমবার বেলা সাড়ে ১১ তার মধ্যে সব সঞ্চালন লাইনের মেরামত শেষ হয়েছে।তবে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো বলছে, ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৮ কোটি টাকা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























