ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের সুরঙ্গ পথ থেকে সারকারখানা রাস্তার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে সোমবার এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা যাবত আশুগঞ্জ সারকারখানা সড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে সারবাহী ট্রাকসহ সবধরনের যান চলাচল বন্ধ থাকে। যার ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের চলাচল করতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

জানা যায়, আশুগঞ্জ সারকারখানা গেইট থেকে আশুগঞ্জ রেলস্টশন পর্যন্ত রাস্তাটি কারখানার নিজস্ব রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চরচারতলা ইউনিয়নের হাজার হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া চরচারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার কয়েক দফা আলোচনায় বসলেও সারকারখানা কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে উত্তেজিত হয়ে এলাকাবাসী সোমবার আশুগঞ্জ সারকারখানা সড়কে অবরোধ করে। ফলে আশুগঞ্জ সারকারখানা হতে সাতজেলায় সার সরবরাহ দুই ঘন্টা বন্ধ থাকে। চরচারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার জানান, সারকারখানাসহ নিমার্নাধীন কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের ভারী মালামাল এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করায় আশুগঞ্জ রেলস্টেশন থেকে ইসলামিয়া আলীম মাদ্রসা পর্যন্ত রাস্তা সামান্য বৃষ্টিতেই অনেকটা পুকুরে পরিণত হয়। যা এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা। পানি জমে থাকায় জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাছাড়া স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীর চলাচলে খুবই অসুবিধা হয়। বিভিন্ন সময় সারকারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর সাথে বসে প্রতিশ্রুতি দিয়েও রাস্তা সংস্কার না করায় সোমবার এলাকাবাসী সারকারখানা সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন। ইউপি চেয়ারম্যান দ্রুত রাস্তা সংস্কারের জন্য কারখানা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী জানান, আশুগঞ্জ রেলস্টশন পর্যন্ত সারকারখানার নিজস্ব রাস্তা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দ্রুত কাজ শুরু করতে পারব। পরে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকারের আশ্বাসে এলাকাবাসী দুপুর একটায় রাস্তা অবরোধ তুলে নেয়।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























