মার্কিন পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। তার এবারের সফরে গুলশানের হলি আর্টিজান বেকারি এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন অফিসের এক বিবৃতিতে জানানো হয়, দু’দিনের সফরে বাংলাদেশ ছাড়াও নিশা দেশাই দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা যাবেন।
বাংলাদেশ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন।