চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট সংলগ্ন শাহ জালালাবাদ মার্কেটে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নগদ টাকা আর সম্পদ হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী। ফায়ার সার্ভিস বলছে, অব্যবস্থাপনা আর অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বিভিন্ন মার্কেটে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে জহুর হকার্স মার্কেট সংলগ্ন জালালাবাদ মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মার্কেটের বেশিরভাগ দোকান কাপড়ের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে পুড়ে যায় অর্ধশতাধিক দোকান।খবর পেয়ে ফায়ার সাভির্সের ১৫ ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী আনিস আহত হয়েছেন। অনেক দোকান থাকায় আগুন নেভাতে কিছু দেরি হয়ে বলছে ফায়ার সার্ভিস।নগদ টাকা আর সম্পদ হারিয়ে এখন নিঃস্ব অনেক ব্যবসায়ী। সরকারের সহায়তা চাইছেন তারা।
জহুর হকার্স মার্কেট শাহ জালালাবাদ মার্কেটসহ আশপাশের এলাকায় অন্তত দেড়হাজারের বেশি দোকান রয়েছে।কিন্তু অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক দুর্যোগের উদ্ধার কাজ চালানোর জন্য এখানে নেই কোন ব্যবস্থা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























