পদ্মার পানি বৃদ্ধির কারণে কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাগঞ্জ, রাজবাড়ীসহ দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে কুমারখলির চরাঞ্চল।
এর আগে কুঠিবাড়ি কালুয়া পয়েন্টে ভাঙন শুরু হয়। বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হচ্ছে। পাবনার পাকশি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টেও বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরই মধ্যে প্লাবিত হয়েছে সুজানগর ও ঈশ্বরদীর বেশ কিছু এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। রাজবাড়িতে ভাঙন অব্যাহত রয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























