পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়ায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। কমে গেছে ফেরির ট্রিপের সংখ্যা নদী পাড় হতে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যানবাহন।
ফারাক্কা বাঁধের সবকটি গেইট খুলে দেয়ায় গত কয়েকদিন ধরে বাড়ছে পদ্মার পানি, তৈরী হয়েছে তীব্র স্রোত। এর প্রভাব পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। স্রোতের প্রতিকুলে চলতে গিয়ে বিকল হচ্ছে ফেরি।গতি কমে যাওয়ায় নদী পাড় হতে সময়ও লাগছে বেশি। এসব কারণে দুই ঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সাড়ি, যার বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ, তার ওপর ঘাটের দুরাবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এই নৌরুটে এখন ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে ১৩টি চলাচল করছে। তীব্র স্রোতে বিকল হওয়া অন্য ৩টির মেরামত কাজ চলছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























