চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে রবিউল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত রবিউল অটো চালক। এ ঘটনায় অটো যাত্রী সাদিয়া ও তার চাচাতো বোন আছিয়া মারাত্তকভাবে আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিসের ইউনিট। রোববার দুপুর ১ টায় উপজেলার দর্শনা ফায়ার সার্ভিসের সন্নিকটে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রবিউল সদর উপজেলার বোয়ালমাড়ি এলাকার মিরাজ বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায় দুপুরে চুয়াডাঙ্গা থেকে দর্শনায় অটোতে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা মুখি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ট্রাকটি পালিয়ে যায়। অটো গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে গেলে স্থানীয়রা অটো গাড়ি থেকে রবিউলকে উদ্ধার করে উপজেলার চিৎলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষনা করেন।
অন্যদিকে অটোর ভিতরে থাকা দুই যাত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিলেও তাদের অবস্থা আশংঙ্কাজনক।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























