শিপ ব্রেকিং ইয়ার্ডে মালিকদের গাফিলতিতে শ্রমিক মৃত্যু ও দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাহাজ-ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম-বিলস। দ্রুত এসব দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।নেতারা জানান, বিভিন্ন সময় শিপ ব্রেকিং ইয়ার্ড গুলোতে শ্রমিকেরা মালিকপক্ষের নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রাণ হারান। এক্ষেত্রে অনেক ইয়ার্ড মালিক লাশগুম করে ফেলার মতো ঘটনা ঘটিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। এছাড়া ক্ষতিপূরণ এড়াতে মালিকরা কৌশলে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ করে। সংবাদ সম্মেলনে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫০ জন এবং চলতি বছরের আট মাসে ১৬ শ্রমিক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানানো হয়।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























