রাজশাহী বিভাগের আটটি জেলায় আগামী ৪’ই সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
নাটোরে ফেডারেশনের আঞ্চলিক নেতাদের বৈঠক শেষে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ট্রাকচালক শাহজাহান আলীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তুলে না নেওয়া হলে পরদিন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।
ফেডারেশনের বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক আনসার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, তাদের ধর্মঘটে অংশ নেওয়ার বিষয়ে রংপুর ও ঢাকা বিভাগ শাখা যথাক্রমে আগামী ২৭ ও ২৮ আগস্ট বৈঠকে বসবে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট ময়মনসিংহে একটি পণ্যবাহী ট্রাকচাপায় পুলিশের কনস্টেবল রবি চৌধুরী নিহত হলে হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক ও চালক শাহজাহান আলীকে নাটোর থেকে গ্রেপ্তার করে। এরপর চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়।
আনসার আলী বলেন, “জামিন অযোগ্য মামলা দায়ের করে পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। তারা সরকারের সঙ্গে শ্রমিকনেতাদের চুক্তির বরখেলাপ করেছে।”
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























