ঈদযাত্রায় বাস ও ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এলাকায় দেখা দিয়েছে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট।

উত্তরবঙ্গ রুটে চলাচল করা বাসগুলো সর্বোচ্চ ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ঢাকায় আসছে। ফেরিঘাট ও মহাসড়কে ভয়াবহ যানজটই এর কারণ বলছেন কাউন্টার কর্মীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অনেক যাত্রীকে টিকিট ফিরত দিতে দেখা গেছে।একই অবস্থা ট্রেনের যাত্রীদের। চট্টগ্রাম ছাড়া সব রুটের ট্রেন নির্ধারিত সময়ের ৭ থেকে ১৫ ঘন্টা পর ঢাকায় আসছে। রাতে ছাড়ার কথা ছিল এমন অনেক ট্রেন সকালেও ঢাকায় এসে পৌঁছতে পারেনি।

ট্রেন আসার কোনো নির্দিষ্ট সময় না থাকায় কমলাপুর স্টেশনের পুরো প্ল্যাটফর্মে মানুষ শুয়ে-বসে সময় পার করছেন।রেল কর্তৃপক্ষ ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করে পুনর্নিধারণ করলেও সময় মত পাওয়া যাচ্ছে না ট্রেন।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে