বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করণ ও চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌযান শ্রমিকরা। মধ্যরাত থেকে এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে যাত্রীবাহী ও পণ্যবাহী সব নৌযান। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নৌ শ্রমিকদের ৬টি সংগঠনের জোট নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের কারণে ঢাকার সদরঘাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী চাঁদপুরসহ দেশের সব নৌরুটে সকাল থেকে কোনো লঞ্চ চলতে দেখা যায়নি। যাত্রীদের অভিযোগ, রাতে হঠাৎ ধর্মঘট শুরু হওয়ায় কেউই তা জানেন না। তবে শ্রমিক নেতারা জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মালিকপক্ষ তাদের একটি দাবিও পূরণ না করায় আবার ধর্মঘটে নেমেছেন তারা।

এর আগে গত ১৫ এপ্রিল একই দাবিতে ধর্মঘট শুরু করেছিল শ্রমিকরা। তখন দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচী প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে