চারঘাটে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়ে ২০ ঘণ্টার বেশি সময় বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। এখন পর্যন্ত লাইনচ্যুত হওয়া ৫টি বগি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজ শেষ হতে বিকেল পর্যন্ত সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজশাহী থেকে সকালের আন্তঃনগর ট্রেন বনলতা, সাগরদাঁড়ি, সিল্কসিটি, কপোতাক্ষ ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা বাতিল করা হয়েছে।

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চারঘাটের হলিদাগাছি এলাকায় এএইচএ- ৫ আপ নামের ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি ঈশ্বরদী থেকে রাজশাহী যাচ্ছিল।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে