বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এসএমডাব্লিউফোর কনসোর্টিয়ামের রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম চলতে থাকার ফলে আগামী ১৫ মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছে দেশের শীর্ষ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) সংগঠনগুলো।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম চলছে। যা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। এর ফলে বিএসসিসিএল তার সরবরাহ উৎস থেকে পর্যাপ্ত ব্যান্ডউইথ পাচ্ছে না। এতে দেশীয় আইএসপি সংগঠনগুলো, যারা বিএসসিসিএলের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে দেশীয় বাজারের চাহিদা পূরণ করে, তারা বিএসসিসিএলের থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ চাহিদা থাকা সত্ত্বেও পাচ্ছে না। বাস্তবতা এই যে আগামী ১৫ মার্চ পর্যন্ত বিএসসিসিএল আমাদের চাহিদার তুলনায় যৎসামান্য ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে। এর ফলে আগামী কয়েকদিন দেশে চাহিদার তুলনায় ব্যাপক ব্যান্ডউইথ ঘাটতি দেখা দেবে, একথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় আইএসপি ব্যবসায়ী।
তিনি আরও বলেন, “রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম ছাড়াও গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ রাস্তার সংস্কার কাজ চলতে থাকার ফলে প্রায়শই ভূগর্ভস্থ আইটিসি ক্যাবল কাটা পড়ছে, যার ফলে ভারত থেকে আমদানিকৃত ব্যান্ডউইথের সরবরাহও নিয়মিতভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”