
শহিদুল ইসলাম দইচ, যশোর প্রতিনিধি।। বাংলাদেশের গণমাধ্যম সমাজের দর্পণ। ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি।
গণসংযোগ ২০২৫ কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার পেশাজীবী থানা। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আবু ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, আপনারা সত্য বলুন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন পরস্পরের পরিপূরক। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে শুধু একটি বিপ্লব নয়, এটি একটি ঐতিহাসিক মহাবিপ্লব। এই বিপ্লবে দেশের তরুণরা রক্ত দিয়ে স্বাধীনতার নতুন সূচনা ঘটিয়েছে। দেশের মানুষ আবারও ন্যায়ের আলোয় জেগে উঠেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভারতের দালালি করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আমরা রাজনীতি করি দেশ ও মানুষের কল্যাণে, পালিয়ে যাওয়ার জন্য নয়। যারা প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালায়, তারা প্রকৃত দেশপ্রেমিক নয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। আরও বক্তব্য দেন জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি গাউসুল আজম ও রেজওয়ান আহম্মেদ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সেক্রেটারি তৌহিদুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার আকরামুজ্জামান, কবি ও সাংবাদিক বেনজীন খান, এবং দিগন্ত টেলিভিশনের যশোর প্রতিনিধি তারিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে গঠনমূলক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সভার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



























