রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে বেশকিছু প্রধান সড়কে রিকশা তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার ঢাকা পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিটিসিএর এক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে এসব সড়কের ফুটপাতের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানান মেয়র।

ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি- ডিটিসিএ-র গঠন করা কমিটির প্রথম বৈঠক হয় বুধবার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সভাকক্ষে এই বৈঠকে মূল আলোচ্য ছিল রাজধানীর যানজট পরিস্থিতি। এসব সড়কের দুপাশে ফুটপাত দখল করে যেসব স্থাপনা রয়েছে সেগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপসারণ করবে। প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহ এ অভিযান চলবে।

মেয়র জানান, রিকশা এবং এসব যানবাহন বন্ধের কারণে নগরবাসীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে বিআরটিসি এবং পরিবহন মালিক সমিতি। যাত্রীদের চলাচলে সড়কে পর্যাপ্ত পরিমাণ যানবাহনের ব্যবস্থা তাদের পক্ষ থেকে রাখা হবে বলেও জানান তিনি। কমিটির পরের বৈঠকে এসব কার্যক্রম পর্যালোচনা করা হবে বলেও জানান মেয়র।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে