নির্ধারিত ফি জমা দিয়ে মাসের পর মাস ঘুরেও মেশিন রিডেবল ডিজিটাল ব্লু বুক পাচ্ছেন না যানবাহনের মালিকেরা। অন্যদিকে রাস্তায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে হয়রানিতে। জটিলতা স্বীকার করে বিআরটিএ বলছে, শিগগিরই এ অবস্থা কেটে যাবে।

যানবাহন নিবন্ধন সহজ ও আধুনিক করতে ২০১২ সাল থেকে মেশিন রিডেবল, ডিজিটাল ব্লু বুক দিচ্ছে বিআরটিএ। ফ্রান্স থেকে আমদানি করা কার্ড প্রিন্ট করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-বিএমটিএফ। আর এ জন্য বিআরটিএ ফি নিচ্ছে ৫৫৫ টাকা।টাকা জমা দেয়ার দু মাসের মধ্যে ডিজিটাল ব্লু বুক পাওয়ার কথা গ্রাহকের। তবে অনেকে দেড় বছরেও পাননি এই ব্লু বুক। একের পর এক নতুন তারিখ দিচ্ছে বিআরটিএ।
এই জটিলতায় রাস্তায় পুলিশি হয়রানিতে পড়ছেন যানবাহন মালিকেরা।

বিআরটিএ বলছে ডিজিটাল ব্লু বুকের কার্ড আমদানিতে জটিলতার কারণে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবে এখন তা অনেকটা কেটে গেছে। শিগরিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলছে সংস্থাটি। ব্লু বুক জটিলতায় অযথা হয়রানি না করতে পুলিশকে অনুরোধও জানিয়েছে বিআরটিএ।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে