ওষুধ ও চিকিৎসা সেবার অভাবে কষ্টে আছেন লেবাননে কর্মরত প্রায় দুই লাখ বাংলাদেশি শ্রমিক। ব্যয় বেশি ও ভাষার কারণে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না বেশিরভাগ শ্রমিক। এতে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন অনেকে। তবে এক বছরে বাংলাদেশ নৌবাহিনী তিনটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অন্তত এক হাজার শ্রমিককে সেবা দিয়েছে। নিয়মিত বাংলাদেশি চিকিৎসকের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ লেবাননে ৬০ লাখ মানুষের বাস। আর বাংলাদেশি শ্রমিক প্রায় ১ লাখ ৮০ হাজার। তবে তাদের জন্য নেই চিকিৎসাসহ তেমন কোনো সুযোগ-সুবিধা। দেশটিতে প্রবাসী শ্রমিকের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। তারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। তবে লেবাননে চিকিৎসা করাতে গুণতে হয় প্রায় তিনশো ডলার। যা শ্রমিকদের এক থেকে দেড় মাসের বেতন। ফলে অসুস্থ হলেও চিকিৎসা নিতে পারেন না অনেক শ্রমিক। বৈরুতের বাংলাদেশ দূতাবাসে নৌ বাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পের খবরে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রবাসী শ্রমিকরা। চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ সংগ্রহ করেন তারা।
গত এক বছরে নৌবাহিনী প্রায় এক হাজার শ্রমিককে বিনামূল্য চিকিৎসা দিয়েছে। তবে প্রতিমাসে চিকিৎসা সেবা দেয়ার দাবি শ্রমিকদের। সামর্থ্য কম হলেও চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ নৌবাহিনীর ।প্রবাসীদের প্রতি মাসে ফ্রি চিকিৎসা সেবা দিতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাসও।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ